রেলের গ্রুপ ডি অঙ্ক ১০০% গ্যারেন্টি প্রশ্ন । RRB Rail Group D question answer mock test mathematics (math) pdf SET 5| রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর 2022

0
633

রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর আমাদের ওয়েবসাইট এই কেবলমাত্র মক টেস্ট (Mock test) হিসেবে আপনি পাবেন। রেলের গ্রুপ ডি অঙ্ক (Mathematics / math) প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞ শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে সেট করেছেন।

যদি আপনি রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর বাংলায় খুঁজছেন এবং Mock test মক টেস্ট হিসেবে বা Pdf হিসেবে খুঁজছেন তাহলে আপনার নিয়মিত আমাদের ওয়েবসাইট এর Mock Test পেজটি হোম পেজ এর menu থেকে প্রতিদিন ফলো করা উচিত। রেলের নিয়োগ এর ক্ষেত্রে বার বার এই প্রশ্নগুলি আপনার অভ্যাস করা উচিত।

রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর । রেলের গ্রুপ ডি অঙ্ক প্রশ্ন । রেলের গ্রুপ ডি প্রশ্ন pdf

রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর ও রেলের গ্রুপ ডি অঙ্ক প্রশ্নগুলি সমাধান করুন সময়ের মধ্যে।

 

Results

#1. সুরেশ 6% হারে 800 টাকা ধার নেয় , নরেশ 10% সুদের হারে 600 টাকা ধার নেয় । কত বছর পর তাদের 2 জনের ঋণের পরিমাণ সমান হবে ?

#2. দুটি সংখ্যার অনুপাত 5/6 : 2/3 , দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম বা বেশি ?

#3. একটি আয়তকার লোহার চাদরের দৈর্ঘ্য 48 সেন্টি মিটার ও প্রস্থ 36 সেন্টিমিটার । এর চার প্রান্ত থেকে চারটি সমান আকারের বর্গ ক্ষেত্র কাটা হলো যার প্রতিটি বাহু 8 সেন্টিমিটার । বাকি চাদরকে ভাঁজ করে একটি ফাপা বাক্স বানানো হল। বাক্সটির ধারণ ক্ষমতা কত ?

#4. 20 জন লোক 20 দিনে একটি কাজের 1/3 অংশ করে । বাকি কাজটি আরো 25 দিনে শেষ করতে কত জন লোক বেশি লাগবে ?

#5. 5 টি আলাদা বৃত্তের দুটি বৃত্ত চাপের দৈর্ঘ্য সমান যদি এই চাপ দুটি কেন্দ্র দুটিতে যথাক্রমে 60° ও 75° কোন উৎপন্ন করে , তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত ?

Previous
Finish

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here