Pakistan news: পাকিস্তান ধ্বংসের মুখে ? আবার 1971 কি ফিরে আসবে ? পাকিস্তান খবর । Pakistan collapse | pakistan revolution | balochistan revolution

0
856
Pakistan collapse | pakistan broken
Pakistan collapse | pakistan broken

Pakistan collapse : তবে কি ১৯৭১ এর ঘটনা আবার পাকিস্তানে পুনরায় ফিরে আসবে ? পাকিস্তান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল বলে (Pakistan collapsed) । পাকিস্তান সেনার মদতে বাড়ছে জঙ্গি জাল। বিগত ৫০ বছরেও পাকিস্তানের শিক্ষা হয় নি।

গিলগিট বালতিস্তান, বালুচিস্তান Balochistan , , নর্থ ওয়ারিজস্তান, , পঞ্জাব, খাইবার পাখতুনখোয়া-তে বিদ্রোহের আগুন জ্বলছে পাকিস্তানে, বসময়ের বিরুদ্ধে তীব্র হচ্ছে জনরোষ।

এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাক -সেনাবাহিনীর ব্যাপক অত্যাচার তথা দমন-পীড়ন। সন্ত্রাসে মদত দেওয়া পাক সেনার বিরুদ্ধে গর্জে উঠেছে প্রতিবাদ।

pakistan news | pakistan revolution | pakistan collapse
pakistan collapse | pakistan revolution | pakistan break down

পাকিস্তান থেকে মুক্তির দাবিতে তীব্র হচ্ছে আন্দোলন (pakistan revolution)। এর সাথে প্রতিবাদ ঠেকাতে চলছে দমন -পীড়ন। সন্ত্রাসের বিরুদ্ধে সরব PTM.

জঙ্গিদের দেশ থেকে মুক্তি চাইছে পাখতুন। পাকিস্তানে বিদ্রোহের আগুন। সন্ত্রাসের পিছনে উর্দি রয়েছে বলেই অভিযোগ। এই মুহূর্তে ৫ টুকরোয় পাকিস্তান ভেঙে যাওয়ার সম্ভাবনা সামনে আসছে।

এদিকে আর্থিক সংকটে ভিখারির মতো অবস্থা পাকিস্তানের।

Pakistan collapse : Pakistan is going to be splatted in 5 different countries probably- পাকিস্তান সংকট । পাকিস্তান বিদ্রোহ

এদিকে দিকে দিকে গৃহ যুদ্ধ। অন্যদিকে সন্ত্রাসেও জেরবার দোষ পাকিস্তানের।

এই মুহূর্তে বালুচিস্থানে জ্বলছে বিদ্রোহের আগুন। এই বিদ্রোহ দমন করতে নির্বিচারে সন্ত্রাস চালাচ্ছে পাক -সেনা।

pakistan news | pakistan revolution | pakistan collapse

বালুচিস্তানের বিদ্রোহ যেভাবে ছড়াচ্ছে তাতে ১৯৭১ এর পুনরাবৃত্তির ছায়া ভেসে আসছে। এখন এমন অবস্থা যেকোনো সময় আমরা জানতে পারবো বালুচিস্তান নামে একটি স্বাধীন দেশের কথা।

বালুচিস্তানের দাবি ১৯৪৭ সালে যখন বালুচিস্তান পাকিস্তানের সাথে এসেছিলো, সেই সময় যে যে শর্তে তারা এসেছিলো , সেই শর্তগুলি একটাও নাকি তাদের মানা হয় নি।

বালুচিস্তানে এই মুহূর্তে লড়াই (Balochistan revolution)করছে বালুচিস্তান মুক্তি বাহিনী।

পশতুন যুবকদের নির্বিচারে এনকাউন্টার করা হচ্ছে। আসলে পাকিস্তানে পশতুন অধিবাসীদের বিদেশী শক্তি হিসেবে দেখে পাকিস্তান। অথচ এই পাশতুনরাই সব থেকে বেশি সন্ত্রাসের স্বীকার পাকিস্তানে।

এই মুহূর্তে পাকিস্তানের বিদ্রোহের আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজ নাথ সিং -এ দিন বলেন

“পাকিস্তান কে আর কারো ভেঙে ফেলার প্রয়োজন নেই। পাকিস্তান এখন নিজেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে “

Rajnath Singh, defense minister

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here