কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ pdf | monthly current affairs in bengali pdf April 2022

0
605
কারেন্ট-অ্যাফেয়ার্স-এপ্রিল-২০২২-pdf
কারেন্ট-অ্যাফেয়ার্স-এপ্রিল-২০২২-pdf

আপনিকি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ pdf খুঁজছেন ? বিভিন্ন ওয়েবসাইট এ কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ pdf লেখা আছে ঠিকই কিন্তু ভিতরে ঢুকে দেখছেন অন্য কিছু বিষয়ে প্রতিবেদনটি লেখা। কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ এর থেকে বিজ্ঞাপনই বেশি। এইসব সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি www.bongojobnews এর ওয়েবসাইট রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ফলো করেন।

আমরা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রেশ কারেন্ট অ্যাফেয়ার্স (current affairs) নিয়ে আসি তাও আবার জেনুইন ও কোনো বিজ্ঞাপন ছাড়াই।

৯ ই এপ্রিল (9th April current affairs) : কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল pdf 2022| monthly current affairs in bengali pdf April 2022

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ এর হিসেবে এই মুহূর্তে একটি বিশেষ খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের ইতিহাসে প্রথমবার national assembly এর অপস্থা ভোট হেরে কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে গদীচ্যত হলেন ইমরান খান। পাক সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া অনাস্থা ভোট পরাজয় নিশ্চিত বুঝে শেষ মুহূর্তে সপারিষদ অ্যাসেম্বলি হাউস ছাড়েন ইমরান খান।

শুধু তাই নয় তিনি খুব দ্রুত খালি করে দেন প্রধান মন্ত্রীর অফিস ও বাস ভবন ও।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

১০ ই এপ্রিল (9th April current affairs) : কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল pdf 2022| monthly current affairs in bengali pdf April 2022

শ্রীলংকার প্রাক্তন প্রধান মন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশের বর্তমান সংকটে ভারতের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন। তার সঙ্গে এটাও জানালেন তাঁর আমলে শ্রীলংকায় চীন বিনিয়োগ ছিল শূন্য। দেশের আর্থিক অবস্থায় ভালো ছিল।

তিনি এটাও বলেন যে ভারত খুব সাহায্য করেছে। এই যে আজ গোটা দেশ আজ রাস্তায় , এর জন্য পুরোপুরিভাবে গোটাবায়া রাজা পক্ষে দায়ী।

১০ ই এপ্রিল এর অন্যতম ঘটনা , ত্রিকূট পাহাড়ে রোপ ওয়ে দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

১১ ই এপ্রিল (9th April current affairs) : কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল pdf 2022| monthly current affairs in bengali pdf April 2022

পাকিস্তানের নতুন প্রধান মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর প্রথম ভাষণেই কাশ্মীর বিতর্ক তুললেন শেহবাজ শরীফ। বললেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া তা সম্ভব নয়।

এ বিষয়ে বলতেই হচ্ছে যে পাকিস্তানের পূর্বের প্রধানমন্ত্রী ইমরান খান আস্থা ভোট হেরে যাওয়ার পর তাঁর জায়গাতে ক্ষমতাতে এলেন মুসলিম লীগ এর প্রধান শেহবাজ শরীফ। ভারতের তরফে এই ভাষণের কোনো বিশেষ প্রতিক্রিয়া দেওয়া হয়নি। উল্টে , নরেন্দ্র মোদী তাঁকে নতুন প্রধানা মন্ত্রী হিসেবে স্বাগতম জানিয়েছেন।

১৩ ই এপ্রিল : কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল pdf 2022| monthly current affairs in bengali pdf April 2022

১. ‘ টাটা ডিজিটাল ‘ এর চেয়ারমেন হিসাবে মনোনীত হলেন চন্দ্র শেখরন।
২. দেশের প্রথম ফ্লায়িং ব্যাংক তৈরি করে তাক লাগিয়ে দিলো- দিল্লির নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।
তারা একটি ট্রায়াম্ফ দেটনা ৬৭৫ সুপার স্পোর্টস বাইক কে , হোভার বাইক প্রোটোটাইপ এ রূপান্তরিত করেছেন । যা সত্যিই বিস্বয় যোগ্য।
তারা, বিমডব্লিউ এর আর ১২০০ জি এস হোভার বাইকের ডিজাইনের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরী করেছেন ।
২০২০ সালে দিল্লির মায়াপুরির এক ওয়ার্ক শপে ফ্লাইং বাইক তৈরী করে ওই পড়ুয়ারা।
তারপরে ২০২১ সালে আরোও পরীক্ষা নিরীক্ষা করা হয় ওই ফ্লাইং বাইক নিয়ে ।
শেষ পর্যন্ত চলতি বছর ফ্লায়িং বাইকটি প্রথম লিফট অফ করেছেন ।

৩. প্রথম ‘ লতাদীন নাথ মঙ্গেশকর পুরস্কার পেলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। তিনি দেশ বাসীকে নিঃসার্থ ভাবে সেবা করার জন্য এই পুরস্কার পেলেন । প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরেরর স্মরণে এই পুরস্কার দেওয়া হচ্ছে ।
উল্লেখ্য, ২৪ সে এপ্রিল মাস্টার দীন নাথ মঙ্গেশকরের ( লতা মঙ্গশকরের বাবা) ৮০ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
*** সমাজে অসামান্য অবদানের জন্য ব্যাক্তিদের এই পুরস্কারে ভূষিত করা হয়।

৪. ভারতীয় মনোনয়ন এর ব্যক্তিগত বিভাগে চণ্ডীগড় এর ড: ভূষণ কুমার ও প্রাতিষ্ঠানিক বিভাগের অধীনে গুজরাটে ‘ সহযোগ কুষ্ট যজ্ঞ ট্রাস্ট ‘ কে ২০২১ সালের ‘ কুষ্ট রোগের জন্য আন্তর্জাটিক গান্ধি পুরস্কার দিলেন ভারতের উপ রাষ্ট্র পতি এম. ভেনকাইয়া নাইডু ।

১৪ ই এপ্রিল: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2022 pdf| monthly current affairs in bengali pdf April 2022

১. ইন্ডিয়ান পালসেস অ্যান্ড গ্রেনস এসো সিয়েসান এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন বিমোল কোঠারি।

২. ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা ভিমরাও রামজি আম্বেদকর এর জন্ম দিন টিকে ‘ সাম নুভা নাল ‘ সমতা দিবস হিসাবে পালন করা হবে বলে বিধানসভায় ঘোষণা করলেন তামিল নাড়ু র মুখ্যমন্ত্রী এম. কে . স্ট্যালিন ।

৩. ২০২৩ সালে স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্ব কাপ আয়োজন করতে চলেছে ভারত । ২০২৩ সালের সেপ্টেম্বর এ এই টুর্নামেন্ট আয়োজন করবে স্ট্রিট চাইল্ড এইনাইটেড ও সেভ থা চিলড্রেন ইন্ডিয়া ‘ । ১০ দিন ধরে চলবে এই ইভেন্ট। এই ইভেন্টে সারা বিশ্বের ১৬ টি দেশের ২২ টি দল অংশ নেবে ।

১৫ ই এপ্রিল : বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2022 pdf| monthly current affairs in bengali pdf April 2022

এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং এর চেয়ার মেন ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন বিক্রম দেব দত্ত।

২০২২ সালে ‘ হারুন গ্লোবাল হেলথ কেয়ার লিস্ট ‘ অনুযায়ী সাস্থ্য সেবার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেলেন ‘ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারমেন ও মানাজিং ডিরেক্টর ড: সাইরাস এস পুনা ওয়ালা । তার মোট ২৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ রয়েছে ।

১৬ ই এপ্রিল: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2022 pdf| monthly current affairs in bengali pdf April 2022

১. মালিতে মার্কিন যুক্তরাষ্ট্র এর রাষ্ট্র দূত হিসেবে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত কোর হোনেন ।

২. দিল্লির তিন মূর্তি ভবনে প্রধান মন্ত্রী মিউজিয়ামের উদ্ভোধন করলেন নরেন্দ্র মোদী । ভারতের সব প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দৃষ্টি ভক্তি সম্পর্কে তরুন প্রজন্ম কে সং বেদনশিল ও অনু প্রাণিত করার উদ্দেশ্যে এটি চালু করা হয়েছে।

• বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ তথা দেশের কৃত্রিম প্রজনোন বিদ্যা ( আইভিএফ এর অন্যতম প্রদর্শক বৈদ্যনাথ চ্ক্রবর্তি ( ৯৪ বছর বয়সে ) মারা গেলেন ।

• দৃষ্টিহীন প্রতিবন্ধি দের জন্য ভারতের প্রথম ইন্টারনেট রেডিও চ্যানেল ‘ রেডিও অক্ষ্য ‘ চালু হল মহারাষ্ট্রের নাগপুরে।
• রাষ্ট্র সংঘের একো নমিক অ্যান্ড সোশ্যাল এর ৪ টি প্রধান সংস্থায় নির্বাচিত হল ভারত।

১৭ ই এপ্রিল : বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2022 pdf| monthly current affairs in bengali pdf April 2022

১. ‘ এডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন মনীষা কাপুর ।
২. ২০২২ সালে ‘ মেল কম আদি সেশিয় পুরস্কারের জন্য আদি সেশীয় পুরস্কারের জন্য মননীত হলেন ভারতীয় অর্থনীতিবিদ ও রাজ নৈতিক ভাষ্যকর প্রভাত পটটনায়েক।

৩. বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী, ভারতের দারিদ্র্যতা ২০১১ সালের তুলনায় ১২.৩% কমেছে ।
গ্রামীণ এলাকার দারিদ্র্যতা কমার হার শহরাঞ্চলের তুলনায় বেশি।

৪. স্প্যানিশ টেনিস তারকা আলে জান্দ্রো দাভি দোভিচ ফকিনাকে ৬-৩ ও ৭-৬ ব্যাবধানে হারিয়ে , মন্টো কার্লো মাস্টার্স এ পুরুষদের সিঙ্গেলস চ্যাম্পিয়ন হলেন গ্রীক টেনিস তারকা স্তেফানোস সিতসি পাস।

১৮ ই এপ্রিল : বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2022 pdf | monthly current affairs in bengali pdf April 2022

১. সত্য ঈশ্বরকে , ভারতের কান্ট্রি হেড হিসাবে মনোনীত করলো Wipro

২. ভারতের নতুন সেনা প্রধান হিসাবে মনোনীত হলেন লেফটনান্ট জেনারেল মনোজ পাণ্ডে। কোর্স অফ ইঞ্জিনয়ারস থেকে সেনা বাহিনীর শীর্ষ পদ থেকে নিযুক্ত হয়ে নজির গড়লেন তিনি।

৩. নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিতে দেশের প্রথম রাজ্য হিসেবে ‘ এল রুট সার্ভার ‘ ইনস্টল করলো রাজস্থান।

নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিতে দেশের প্রথম রাজ্য হিসেবে ‘ এল রুট সার্ভার ‘ ইনস্টল করেছিল কোন রাজ্য ?

নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিতে দেশের প্রথম রাজ্য হিসেবে ‘ এল রুট সার্ভার ‘ ইনস্টল করলো রাজস্থান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here