ইন্ডিয়ান আর্মিতে উচ্চ মাধ্যমিক পাশে বিপুল পরিমান নিয়োগ। Indian Army Recruitment 2022 at army officer post in Bengali

0
323
Indian army recruitment 2022
Indian army recruitment 2022

আর্মিতে অফিসার (army officer) হয়ে দেশ সেবা করা একটি অত্যন্ত সম্মানের কাজ। আমরা অনেকেই ইন্ডিয়ান আর্মি -তে অফিসার হতে চাই।  

এই মুহূর্তে পাওয়া খবর অনুসারে ভারতীয় সেনাবাহিনী ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 90 জন অফিসার নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ হতে চলেছে পার্মানেন্ট কমিশনে। শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। এই ট্রেনিং শুরু হবে 10 + 2 টেকনিকেল এন্ট্রি স্কিমের 47 তম কোর্স-এর 2022 এর জুলাই মাসে।  

এই ট্রেনিং এ এই মূর্তি মোট শূন্যপদ রয়েছে 90 টি।  

ইন্ডিয়ান আর্মি চাকরির যোগ্যতা কি ? (what is the eligibility to get job in Indian Army?)

এই পোস্ট-এ ইন্ডিয়ান আর্মি চাকরির শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification for army Officer):

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে মোট অন্তত 60 শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক(HS pass) পাশ করতে হবে আবেদনকারীকে, সেই সঙ্গে আবেদনকারীকে যে ই ই  মেন্স (JEE mains- 2021 exam) 2021 পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে।

সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে আমরা জানি একটি নির্দিষ্ট দৈহিক মাপ-জোক থাকতে হয়। সেই মাপ -জোক না থাকলে কোনোভাবেই সেই পদের জন্য যোগ্য বলে চিহ্নিত হবে না আবেদনকারী। এক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।  

দৈহিক মাপ-জোক: উচ্চতা 157 সেন্টিমিটার। গোর্খা প্রার্থীরা 5 সেন্টিমিটার ছাড় পাবেন।  বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে।  

বুকের ছাতি 5 সেন্টিমিটার এবং শ্বাসভরে ফুলিয়ে তা অন্ততঃ 180 সেন্টিমিটার হতেই হবে।

দৃষ্টিশক্তি: দূরের ক্ষেত্রে চশমা সহ ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9 হতেই হবে। এছাড়া, মায়োপিয়া (myopia – যারা কেবলমাত্র কাছের জিনিস ভালো দেখতে পায় ও দূরের বস্তু ভালো দেখতে পায় না ) থাকলে তা যেন – 2.5 D এবং হাইপারমেট্রোপিয়া ( hypermetropia – যারা কেবলমাত্র কাছের জিনিস ভালো দেখতে পায় ও দূরের বস্তু ভালো দেখতে পায় না) থাকলে তা যেন + 3.5 D-র বেশি না হয়। রং চেনার ক্ষমতা cp3 মানের হতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স ১-৭-২০২২ তারিখ অনুসারে সাড়ে ষোল থেকে সাড়ে উনিশ এর মধ্যে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে। অর্থাৎ,  অন্যভাবে বললে, জন্ম তারিখ হতে হবে ২-১-২০০৩ থেকে ১-১-২০০৬-এর মধ্য।  

এই পোস্টে চাকরির জন্য বাছাই পদ্ধতি কি? । What is the selection process of Indian army Lieutenant Officer:

এই বাছাই নিম্নলিখিত কয়েকটি ধাপের মাধ্যমে হবে। নিচে বাছাই পদ্ধতিটি (selection process) ধাপে ধাপে আলোচনা করা হলো-

প্রথম ধাপ (Interview for army technical officer) 

থমিকভাবে মেধার ভিত্তিতেে বাছাই করা প্রার্থীদের এর পরই  ভূপাল বা বেঙ্গালুরু বা কাপূর্থালা বা এলাহাবাদে সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউতে ডাকা হবে।  
ইন্টারভিউ এর পাশাপাশি সাইকোলজিকাল টেস্ট ও গ্রুপ টেস্ট ও হবে। গোটা প্রক্রিয়া চলবে পাঁচ দিন ধরে। তবে মনে রাহতে হবে , প্রথম ধাপে ব্যর্থ হলে সেদিনই ফেরত পাঠানো হবে আবেদদনকারী কে। 

দ্বিতীয় ধাপ (Medical Test for army technical officer)

সফল প্রার্থীদের ডাকা হবে মেডিকেল এক্সামিনেশন (medical examination) এর জন্য। প্রথম বার এই এন্ট্রিতে ইন্টারভিউ দিতে গেলে যাতায়াতের রেল ভাড়া অর্থাৎ TA (Traveling Allowance) পাওয়া যাবে।  

তৃতীয় ধাপ (training for army technical officer)

10 + 2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমের 47 তম কোর্সে এই ট্রেনিং হবে। ট্রেনিং এর মেয়াদ 5 বছর, প্রথমে গোয়ার অফিসার ট্রেনিং একাডেমিতে এক বছরের ট্রেনিং তারপর পুনে বা সেকেন্দ্রাবাদ-এ তিন বছরের কমিশন ট্রেনিং এবং আরও 1 বছরের পোস্ট কমিশন ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে নির্দিষ্ট মাসিক 56 হাজার 100 টাকা। সফল ট্রেনিং শেষে লেফটেন্যান্ট পদে নিয়োগ হবে। তখন বেতনক্রম 56100 থেকে 1 লাখ 77 হাজার 500 টাকা মিলিটারি সার্ভিস প্রতি মাসে 15 হাজার 500 টাকা। সেইসঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা। চিফ অফ দা আর্মি স্টাফ রেংক পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে।

কি ভাবে আবেদন করতে হবে ? How to apply?

আবেদনের জন্য নিম্নলিখিত ওয়েবসাইট দেখুন

www.joinindianarmy.nic.in

আবেদনের শেষ তারিখ | Last date for the application

২৩ ফেব্রুয়ারী আবেদনের শেষ তারিখ। আবেদন করা সম্পূর্ণ হলে আবেদন পত্রের দুটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। একটি প্রিন্ট আউট ইন্টারভিউ এর সময় দেখাতে হবে, আর অন্য প্রিন্ট আউটটি নিজের কাছে রেখে দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here