মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ | india post gds recruitment west bengal | মাধ্যমিক পাশে সরকারি চাকরি 2022 |ভারতীয় ডাক বিভাগে ৩৮ , ৯২৬ গ্রামীণ ডাক সেবক নিয়োগ

0
310
india post gds recruitment west bengal
india post gds recruitment india post gds recruitment west bengal

ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেল গ্রামীণ ডাক সেবক পদে ৩৮,৯২৬ জন ছেলে মেয়ে নিচ্ছে।
মোট শূন্য পদের মধ্যে ৩৮,৯২৬ ছেলে মেয়ে নিচ্ছে।মোট শূন্য পদের মধ্যে পশ্চিম বঙ্গ পোস্টাল সার্কেলে শূন্য পদ আছে ১৯৬৩ টি ।

গ্রামীণ ডাক সেবক দের নিচের ৩ টি কেটাগরীতে কাজ করতে হবে ।
ব্রাঞ্চ পোস্ট মাস্টার , অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ও ডাক সেবক ।
প্রতিটি গ্রামে ডাক পরিষেবা দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। এই পদের বেলায় স্থায়ী কোনো মূল মাইনে নাই ।
গ্রামীণ ডাক সেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন এই ভাবে ব্রাঞ্চ পোস্ট পদের বেলায় ১২,০০০ টাকা (৪ ঘণ্টার জন্য) ।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক পদের বেলায় ১০,০০০ টাকা ( ৪ ঘণ্টার জন্য)।

মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগের আবেদন পদ্ধতি , বেতন সহ সম্পূর্ণ খুটিনাটি তথ্য় এই আর্আটিকলে আলোচনা করা হয়েছে , তা নিম্নে বর্ণনা করা হল –

✅🔥🔥এরকম আরোও বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

ভারতীয় ডাক বিভাগ নিয়োগের যোগ্যতা

ভারতীয় ডাক বিভাগ নিয়োগের জন্য পরীক্ষার্থীকে নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে |

পদের নাম (Name of the Post)গ্রামীণ ডাক সেবক
Apply onlineregistration / log in
নিয়োগকারী বিভাগ বা সংস্থা (Recruiting Department/ authority)ভারতীয় ডাক বিভাগ
স্থায়ী / অস্থায়ী (Permanent /temporary)স্থায়ী
সরকারি / বেসরকারি (Government/ Non-government)সরকারি
পুরুষ /মহিলা কে যোগ্য (Male / Female candidate who is eligible)উভয়েই যোগ্য
আবেদনকারীর বয়স (Age of eligible candidate)৫-৬- ২০২২ র হিসেবে ১৮ থেকে ৪০ বছর
যোগ্যতা (Eligibility)মাধ্যমিক পাশ
শূন্য পদ (Number of Vacancy)৩৮,৯২৬
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply)৫ ই জুন ২০২২
বেতন ক্রম (Salary Level)এখনো প্রকাশিত হয় নি
হাতে পাওয়া বেতন (In hand salary)ব্রাঞ্চ পোস্ট পদ – ১২,০০০ টাকা (৪ ঘণ্টার জন্য)
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক পদের বেলায় ১০,০০০ টাকা ( ৪ ঘণ্টার জন্য)
india post gds recruitment

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ |india post gds recruitment

অঙ্ক ও ইংরেজি বিষয়ে পাশ নম্বর পেয়ে এক সুযোগে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন।
উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধে পাবেন না ।

রাজ্য সরকার , কেন্দ্রীয় সরকার বিশ্ব বিদ্যালয় বা পর্ষদের স্বীকৃত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে অন্তত ৬০ দিনের কম্পিউটারের বেসিক কোর্স পাশ হতে হবে।

ডাক বিভাগে নিয়োগের বয়স সীমা:

ভারতীয় ডাক বিভাগ নিয়োগের জন্য পরীক্ষার্থীর বয়স ৫-৬- ২০২২ র হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে |
তপশিলিরা ৫ বছর , ও বি সি রা ৩ বছর , প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।

উল্লেখ্য, যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান , সেই পোস্ট অফিসের এলাকার বাসিন্দা হতে হবে কিংবা চাকরী পাওয়ার ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট পোষ্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে।
স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সাইকেল চালানো জানতে হবে ।
যাঁরা মোটর সাইকেল বা স্কুটি চালাতে জানে তারাও যোগ্য।

ডাক বিভাগে নিয়োগ পরীক্ষার আবেদন ফি

ডাক বিভাগে নিয়োগ পরীক্ষার ফি: ১০০ টাকা ।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
india post gds recruitment

শূন্য পদ: পশ্চিমবঙ্গের বাংলা ভাষী পার্থী দের জন্য ১৮৫০ টি ।

ডাক বিভাগে নিয়োগ পরীক্ষার তারিখ

বাছাই পদ্ধতি: প্রাথমিক ভাবে পার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে।
উল্লেখ্য, জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ও বি সি আর মহিলা দের জন্য আলাদা মেরিট লিস্ট তৈরি হবে ।
মেধা তালিকায় পার্থীর নম্বর একই হলে সিনিয়রি টির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রা ধিকার দেওয়া হবে।
সব শেষে হবে ইন্টারভিউ।
পরীক্ষার্থীদের আবেদন করার সময় ৫ টি পোস্ট অফিস রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে।

মেধা তালিকায় নাম থাকলে পার্থীদের এস এম এস করে জানানো হবে।
এছাড়া ও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে।

দরখাস্ত করবেন অনলাইনে ৫ ই জুনের মধ্যে।

*ডাক বিভাগে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট : www.indiapostgdsonline.gov.in

মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগের আবেদন ফি কত ?

মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগের আবেদন ফি : ১০০ টাকা ।

ভারতীয় ডাক বিভাগে ৩৮ , ৯২৬ গ্রামীণ ডাক সেবক নিয়োগের আবেদনের শেষ তারিখ ?

পরীক্ষার্থীদের অনলাইনে ৫ ই জুনের মধ্যে আবেদন করতে হবে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here