ভারতের লক্ষ্য লক্ষ্য ছাত্রছাত্রীদের স্বপ্ন থাকে যে তারা বড়ো হয়ে IAS অফিসার হবে বা IPS অফিসার হবে । আমরা আগেই আলোচনা করেছি যে কি কি ধরনের যোগ্যতা থাকতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC CSE, সিভিল সার্ভিস পরীক্ষাতে বসার জন্য । এবার আমরা আলোচনা করবো কিভাবে তোমরা UPSC সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ধাপে ধাপে প্রস্তুতি নেবে –
UPSC CSE সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীকে কয়েকটি পদক্ষেপ সিরিয়াসলি নিতে হবে।
UPSC CSE সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কয়েকটি ধাপ নিম্নে বর্ণনা দেওয়া হলো:
ধাপ 1: পরীক্ষার্থীকে UPSC CSE পরীক্ষা সম্বন্ধে খুব ভাল করে জানতে হবে,
ধাপ 2: পরীক্ষার্থীর ভিত্তি খুব ভালো ভাবে মজবুত করতে হবে,
ধাপ 3: পরীক্ষার্থীকে ভালো নলেজ আপগ্রেড করতে হবে,
ধাপ 4: পরীক্ষার্থীকে নিয়মিত উত্তর লেখার অনুশীলন করতে হবে ,
ধাপ 5: পরীক্ষার্থীকে মক-টেস্ট প্র্যাক্টিস করতে হবে
UPSC CSE পরীক্ষার্থীকে দেওয়া উপরিক্ত প্রতিটি ধাপ নিম্নে বিস্তৃতভাবে বর্ণনা করা হলো:
ধাপ 1: পরীক্ষার্থীকে UPSC CSE পরীক্ষা সম্বন্ধে খুব ভাল করে জানতে হবে,
✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন
মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি | দেখুন |
সমস্ত লেটেস্ট চাকরির খবর | দেখুন |
যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে, সেই পরীক্ষার খুঁটিনাটি ভালোভাবে জেনে নেওয়া খুবই প্রয়োজনীয়।
পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন, কোয়েশ্চন এর ধরণ, পরীক্ষার জন্য বরাদ্য সময় এবং যোগ্যতার সাঠে নিজেকে পরিচিত করা খুবই প্রয়োজনীয়।
UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীকে খুব ভালো ভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়তে হবে।
UPSC পরীক্ষার্থীকে UPSC পরিক্ষার পূর্বে কিরকম প্রশ্ন এসেছে তা খুব ভালো ভাবে দেখে নিতে হবে ।
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
পরীক্ষার্থী কোনোরকম কোচিং সেন্টার ছাড়াও নিজে যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সময় ধরে প্র্যাক্টিস করে , তবেও পরীক্ষার্থী UPSC পরীক্ষার জন্য খুব ভালো ভাবে প্রস্তুতি নিতে পারবে।
UPSC পরীক্ষার্থীকে নিয়মিত সংবাদপত্র পড়তে হবে।
ধাপ 2: পরীক্ষার্থীর ভিত্তি খুব ভালো ভাবে মজবুত করতে হবে:
UPSC CSE পরীক্ষার্থীকে পরীক্ষার সিলেবাসের মূল বিষয়গুলির খুব ভালো ভাবে জানতে হবে।
পরীক্ষার্থীকে সিভিল সার্ভিস পরীক্ষার নোট তৈরি করার আগে কোয়েক বার NCERT বই পড়তে হবে।
ধাপ ৩ : পরীক্ষার্থীকে ভালো নলেজ আপগ্রেড করতে হবে
UPSC সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত NCERT বই পড়ে ফেলার পরে বেশি জানার জন্য আরো বই পড়তে হবে , যেমন – নিতিন সিংহানিয়া আর্ট কালচার বই, এএম লক্ষ্মীকান্ত – পোলিটি ও গভরেন্স , এমসি গ্রহিল – ইন্টারন্যাশনাল রিলেনশনসিপ বই , লেক্সিকন – এথিক্স র বই, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীকে প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে। কিছু ম্যাগাজিন পড়তে হবে । প্রত্যেকদিন পরীক্ষার্থীকে লেখার অভ্যাস রাখতে হবে ।
UPSC পরীক্ষার্থীকে ডিজিটাল প্লাটফরম যেমন গুগল , বিং, ইউটিউবের মতো প্লাটফরম র সঙ্গে যুক্ত থাকতে হবে। পরিক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা ইউটিউবে ফ্রীতে লেকচার দেখতে পারবে , যা UPSC পরীক্ষার প্রস্ততিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধাপ 4: পরীক্ষার্থীকে নিয়মিত উত্তর লেখার অনুশীলন করতে হবে –
UPSC সিভিল সার্ভিস পরীক্ষার মেইন পরীক্ষার বিবরণ মূলক প্রশ্নের উত্তর লেখার দক্ষতা থাকতে হবে। পরিক্ষার্থীদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ।
UPSC সিভিল সার্ভিস পরিক্ষার প্রিভিইয়াস ইয়ারের প্রশ্নের উত্তর সময় ধরে প্র্যাক্টিস করতে হবে।
তাহলে প্রশ্নের ধরনও বুঝতে পারবে এবং টাইম ম্যানেজমেন্ট ও শিখতে পারবে ।
ধাপ 5: পরীক্ষার্থীকে মক-টেস্ট প্র্যাক্টিস করতে হবে –
UPSC CSE, সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রিলিম পরীক্ষার কয়েক মাস আগে থেকে মক টেস্ট-ভিত্তিক পদ্ধতি অনুসরণ করা উচিত। যা পরীক্ষার্থী দের পরীক্ষার অনুভূতি দেবে।
একবার পরীক্ষার্থী মোক টেষ্ট মডেলে অভ্যস্ত হয়ে গেলে, পরবর্তী সময়ে যা পরীক্ষার হলে চাপ কমিয়ে দেবে।
সাধারণত পরীক্ষার টেনশান এ অনেক পরীক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে না।
পরিক্ষার্থীর দুর্বল জায়গাগুলি মোক টেস্ট পরীক্ষার সময়ে জানা যাবে এবং যে প্রশ্ন গুলো মিস করেছে সেগুলিকে পড়ে নিতে পারবে ।
মোক টেষ্ট মডেল প্রকৃত পরীক্ষার সময় পরীক্ষার্থী দের উদ্বেগ বাড়ায় না বরং পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের খুব ভালভাবে প্রস্তুত করে ।
বাড়িতে থেকে কি upsc cse পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভভ ?
upsc cse পরীক্ষার্থী নিজের বাড়িতে থেকেই প্রস্তুতি নিতে পারে , এই রকম অনেক ছাত্র ছাত্রী আছে যারা কোনরকম কোচিং ছাড়াই upsc cse পরীক্ষায় উতির্ন্য হয়েছে |
Ncert বই পড়লে কি UPSC cse পরীক্ষা ক্র্যাক করা সম্ভভ ?
Ncert বই পড়লে পরীক্ষার্থীর বেসিক নলেজ ক্লিয়ার হয়ে যায় , তার সঙ্গে সঙ্গে আরো অনেক বই পড়তে হয় |