অনেকেই ডিপ্লোমা পাশে চাকরির বিষয়ে চিন্তিত থাকেন। অনেকেই ভাবেন যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশদের জন্য কি কি চাকরির সুযোগ আছে। ডিপ্লোমা পাশে যে এত ভালো এত উচ্চবেতনের সরকারি স্থায়ী চাকরি হতে পারে তা হয়তো এই নোটিশ বেরোনোর আগে আমরা কেউই বিশ্বাস করতে পারতাম না।
এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী হিন্দুস্থান পেট্রোলিয়াম (Hindustan Petroleum corporation limited) এ অপারেশন টেকনিশিয়ান (Operations Technician) , মেইনটেন্যান্স টেকনিশিয়ান (maintenance technician), বয়লার টেকনিসিয়ান (boiler technician ) , ল্যাবরেটরি এনালিস্ট (lab Analyst), ‘ অপারেশন অ্যানালিস্ট (Operation Analyst) ও জুনিয়র ফায়ার টেকনিশিয়ান (Junior Fire Technician), বয়লার অ্যান্ড সেফটী ইন্সপেক্টর (Boiler and Safety Inspector), পদে ১৮৬ জন লোক নিয়োগ করা হতে চলেছে।
এই চাকরিগুলি সবই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি এবং ডিপ্লোমা পাশের চাকরি তাও আবার অত্যন্ত উচ্চবেতনের ও স্থায়ী।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
www.bongojobnews.com
যোগ্যতা : Recruitment in Hindustan Petroleum 2022:
Recruitment in Hindustan Petroleum 2022 এই চাকরির সমস্ত পোস্টগুলির যোগ্যতা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো।
অপারেশন টেকনিসিয়ান :
Recruitment in Hindustan Petroleum 2022 এই পদে চাকরি পেতে গেলে আপনার কাছে কেমিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রী থাকলেই যথেষ্ট।
কেমিকেল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০ % ( তপসিলি প্রতিবন্ধী হলে ৫০ % ) নম্বর পেয়ে থাকলে যোগ্য হবেন ।
বয়লার টেকনিশিয়ান :
মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত ৬০% ( তপসিলি প্রতিবন্ধী হলে ৫০% ) নম্বর পেয়ে থাকলে যোগ্য।
বয়লার আতেদেন্ট কম্পিটেনশি সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। শুন্য পদ -১৮ টি ।
মেন্টেনান্স টেকনিশি়য়ান ( মেকা নিকেল) : মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত ৬০%( তাপশিলি , প্রতিবন্ধী হলে ৫০% নম্বর পেতে হবে । শুন্য পদ – ১৪ টি ।
মেন্টেনান্স টেকনিশয়ান ( ইলেকট্রিক্যাল) :
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০%( তাপশিলি , প্রতিবন্ধী হলে ৫০% নম্বর পেতে হবে । শুন্য পদ – ১৭ টি ।
মেন্টেনান্স টেকনিশয়ান ( ইনস্ট্রুমেন্টটাশন) :
ইনস্ট্রুমেন্টটাশন, ইনস্ট্রুমেন্টটাশন এণ্ড কন্ট্রোল,ইনস্ট্রুমেন্টটাশন অ্যান্ড ইলেট্রনিক্স, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিনিকেশনস এ ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০%( তাপশিলি , প্রতিবন্ধী হলে ৫০% নম্বর পেতে হবে । শুন্য পদ – ৯টি ।
ল্যাবরেটরি অ্যানালিস্ট:
অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে বিএসসি কোর্স পাশ রা কেমিস্ট্রি বিষয় নিয়ে মোট অন্তত ৬০%( তাপশিলি , প্রতিবন্ধী হলে ৫০% নম্বর পেতে হবে । শুন্য পদ – ১৬ টি ।
জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর : মোট অন্তত ৪০% নম্বর পেয়ে সায়েন্স শাখার গ্রাজুয়েট রা বৈধ ভারী মোটর ভেহিকেল ( এইচ এম ভি)সার্টিফিকেট কোর্স এ পাশ থাকতে হবে। ( তাপশিলি , প্রতিবন্ধী হলে ৫০% নম্বর পেতে হবে । শুন্য পদ – ১৮ টি ।
পদের নাম (Name of the Post) | টেকনিশিয়ান ও ইন্সপেক্টর |
নিয়োগকারী বিভাগ বা সংস্থা (Recruiting Department/ authority) | হিন্দুস্থান পেট্রোলিয়াম |
Notification update | CLICK HERE |
সরকারি / বেসরকারি (Government/ Non-government) | সরকারি |
পুরুষ /মহিলা কে যোগ্য (Male / Female candidate who is eligible) | উভয়েই যোগ্য |
আবেদনকারীর বয়স (Age of eligible candidate) | ১-৪-২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। |
যোগ্যতা (Eligibility) | ডিপ্লোমা কোর্স পাশ |
শূন্য পদ (Number of Vacancy) | ১৮৬ |
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply) | ২১ শে মে ২০২২ |
পরীক্ষার প্রশ্নের ধরণ | mcq |
হাতে পাওয়া বেতন (In hand salary) | ৫৫,০০০ টাকা |
বয়স সীমা (Age Limit)
প্রত্যেক পোস্ট গুলির জন্য পরীক্ষার্থী দের বয়স হতে হবে ১-৪-২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
( তপশিলিরা ৫ বছর , ও বি সি রা ৩ বছর আর প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে চাড় পাবেন ।
বেতন: পারি শ্রমিক প্রতি মাসে ৫৫,০০০ টাকা ।
Selection process । পার্থী নির্বাচন পদ্ধতি:
পার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট ( সি বি টি) পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ।
প্রশ্নের প্যাটার্ন : এই পরীক্ষায় থাকবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন। ২ টি পার্ট এ থাকবে ।
১) জেনারেল আপটিটুড টেস্ট – ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল টেস্ট , লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটোসান, কোয়ান্টিতিভ টেস্ট ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ।
২) টেকনিকেল / পেশা গত জ্ঞান ।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি – ডিপ্লোমা পাশের চাকরির অফিসিয়াল নোটিশ
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply)– ২১ শে মে ২০২২
অফিসিয়াল ওয়েবসাইট -www.hindustanpetroleum.com
How to Apply Inspector and Technician Recruitment in Hindustan Petroleum 2022
নিচে দেওয়া বোতাম টিপে সরাসরি আপনি আবেদন করতে পারবেন অনলাইন এ।
পরীক্ষার ফি -৫০০ টাকা ( তপশিলি ও প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না |