আপনি কি মাইক্রোবায়োলজি পাশ বা বায়োটেকনোলজি পাশ (B.Sc / Msc in Microbiology or Biotechnology) ? সিনিয়র দাদা-দিদিদের কথাশুনে বা আত্মীয়দের কথাশুনে এখন মনে হচ্ছে যে মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি পড়ে ভুল করেছেন ? ভুল ভাবছেন। মাইক্রোবায়োলজি পাশদের জন্য যথেষ্ট চাকরির সুযোগ রয়েছে। গত এক মাসে আমাদের ওয়েবসাইট এ মোট তিনটি সরকারি অফিসার পদে মাইক্রোবায়োলজি পাশে চাকরির নোটিফিকেশন আমরা প্রকাশ করেছি।
BIS recruitment for Microbiology candidate 2022
তাই, আপনি যদি পশ্চিমবঙ্গ সরকরের গেজেটেড অফিসার হতে চান , এখনই আমাদের নোটিশটি শেষ পর্যন্ত পড়ুন , অফিসিয়াল নোটিশ এর PDF (food safety officer official notice pdf download) ডাউনলোড করুন ও শেষে দেওয়া বোতাম টিপে অফিসিয়াল সাইট থেকে আবেদন করুন।
Central Govt job for technical assistant for Science candidate 202
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন
মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি | দেখুন |
সমস্ত লেটেস্ট চাকরির খবর | দেখুন |
শুধু মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি নয় , যদি আপনি ফুড টেকনোলজি (food technology pass / job for food technology) তে গ্রাজুয়েট বা মাস্টার্স হন কিংবা কেমিস্ট্রি (chemistry ) , এগ্রিকালচার (agriculture) , মেডিসিন (MBBS etc) , ইত্যাদি বিষয়েও যদি আপনি গ্রাজুয়েট বা মাস্টার্স হন আপনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ফুড সেফটি অফিসার (Food safety officer recruitment 2022) হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে।
এই চাকরির সব থেকে লোভনীয় দুটি বিষয় হলো , আপনি একজন গেজেটেড অফিসার (gazetted officer) বা গ্রুপ এ (group A officer) হিসেবে নিজের পাওয়ার এন্টারটেইন করতে পারবেন। অর্থাৎ , আপনি একজন red card holder অফিসার হবেন।
এর পাশাপাশি বর্তমানে স্বাস্থ্য দপ্তর এই নিয়োগটি আপনার একাডেমিক রেকর্ডস এর ওপর ভিত্তি করেই করবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউ নেওয়া হবে কিন্তু তাতে খুব কম গুরুত্ব দেওয়া হবে। কোনো অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
তাই, যদি আপনি একজন ফ্রেশার পাস আউট হন আপনার জন্য এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না।
এ রকম আরো অনবদ্য চাকরির খবর বাংলা ভাষায় পেতে আমাদের telegram channel এ এখনই সংযুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
যোগ্যতা : ফুড সেফটি অফিসার নিয়োগ 2022 । Food Safety Officer Recruitment in West Bengal 2022
ফুড সেফটি অফিসার পদে আবেদন করতে গেলে আপনার কাছে মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি , ফুড টেকনোলজি, এগ্রিকালচার (agriculture) , মেডিসিন (MBBS etc), ভেটেনারি , ইত্যাদিতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে বা রসায়নে মাস্টার ডিগ্রী থাকতে হবে। অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
পদের নাম (Name of the Post) | ফুড সেফটি অফিসার |
নিয়োগকারী বিভাগ বা সংস্থা (Recruiting Department/ authority) | স্বাস্থ্য বিভাগ , পশ্চিমবঙ্গ সরকার |
স্থায়ী / অস্থায়ী (Permanent /temporary) | স্থায়ী |
সরকারি / বেসরকারি (Government/ Non-government) | সরকারি |
পুরুষ /মহিলা কে যোগ্য (Male / Female candidate who is eligible) | উভয়েই যোগ্য |
আবেদনকারীর বয়স (Age of eligible candidate) | ২১ থেকে ৩৬ বছর |
যোগ্যতা (Eligibility) | উল্লেখকরা বিষয়ে গ্রাজুয়েট বা মাস্টার্স |
শূন্য পদ (Number of Vacancy) | 44 চুয়াল্লিশ |
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply) | ১৩.০৫.২০২২ |
তবে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৬ বছর এর মধ্যে হতে হবে।
Official Notification Food Safety Officer Recruitment in West Bengal 2022 pdf
কিভাবে এই ফুড সেফটি অফিসার পদে আবেদন করবেন । How to apply in food safety officer 2022
আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল এর স্বাস্থ্য নিয়োগের ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারেনা। নিচে লিংক টি দেওয়া হলো। বা আপনি নিচে দেওয়া ” CLICK HERE TO APPLY” বোতামটি টিপেও আবেদন করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট এর লিংকটি হলো https://www.wbhrb.in
এই অপসনটি তে ক্লিক করে পোস্ট এর নাম সিলেক্ট করুন R/FSO/ 28/ 2022 এবং আবেদন করুন।