Child Development and Pedagogy for TET | wb primary tet practice set pdf 103 | প্রাইমারি টেট বাংলা MCQ ২০২২ । প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০৩

0
575
tet practice question child development and pedagogy
tet practice question child development and pedagogy

এই শেষ মুহূর্তে আমাদের প্রস্তুত করা প্রাইমারি টেট বাংলা MCQ ২০২২ আপনাদের প্রস্তুতি মজবুত করতে যথেষ্ট সহায়তা করবে। আমাদের অন্যান্য wb primary tet practice setগুলিও ছাত্র ছাত্রীদের খুব সহযোগিতা করছে বলেই জানা গিয়েছে। আসুন প্রাইমারি টেট বাংলা MCQ এর সেটটি ভালোভাবে পড়ে নেওয়া যাক।

wb primary tet মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। যার মধ্যে প্রতিটি পেপার-এ ৩০ নম্বর করে থাকবে। বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তরগুলি (Child Development and Pedagogy for TET) দেখে আমাদের বিশেষজ্ঞ টীম শিশু মনোবিজ্ঞান এর প্রশ্ন সেটগুলি প্রস্তুত করেছেন। আসুন সেগুলি বিস্তারিতভাবে দেখা যাক।

টেট পরীক্ষার সাজেশন শিশুমনোবিজ্ঞান (child development and pedagogy) । প্রাইমারি টেট প্র্যাকটিস সেট । wb primary tet practice set

নিচে tet Child Development and Pedagogy এর উপর গুরুত্ত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। tet Child Development and Pedagogy question answer গুলি ভালোকরে অভ্যাস করুন।

আপনি পর্যবেক্ষণ করলেন সীমা প্রায়ই নিজের সঙ্গে নিজের মতো করে কথা বলে যাচ্ছে। শিশুর এমন ধরনের আচরণে বাইগোটস্কির মতে নিচের শর্তটি কার্যকর থাকে

  1. আত্নকেন্দ্রিকতা
  2. জোরে কথা বলা
  3. মাচান নির্মাণ
  4. ব্যক্তিগত কথাবার্তা

লৈইংগিক আচরণ হল

  1. অর্জিত আচরণ
  2. সহজাত আচরণ
  3. জৈবিক আচরণ
  4. জিনগত আচরণ
Child Development and Pedagogy for TET । টেট পরীক্ষার সাজেশন শিশুমনোবিজ্ঞান

প্রগতিশীল শ্রেণিকক্ষের বৈশিষ্ট্য

  1. অভ্যাস ও প্রযুক্তিতে কেন্দ্রিকরণ
  2. পৃথকীকরণের নীতি
  3. সহযোগিতা ও সহমর্মিতা শিখন
  4. শাস্তি ও পুরস্কার এর ব্যবহার

কিশোর কিশোরীরা কোন পদ্ধতির মাধ্যমে জ্ঞান অর্জন করে ও জ্ঞানের অর্থ আত্তীকরণ করে

  1. খেলাধুলা ও অনুসন্ধান
  2. সমবয়সী দল ও বয়স্কদের সঙ্গে মিথস্ক্রিয়া
  3. সক্রিয় পরীক্ষা-নিরীক্ষা
  4. সবগুলি

একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনি নিচের কোন শিখন রূপকে আপনার বিদ্যালয়ে প্রয়োগ করবেন

  1. বিষয়বস্তুর মুখস্তিকরন
  2. সক্রিয় অনুকরণ নীতির কৌশল
  3. প্রকৃতি ও পরিবেশের সঙ্গে নিরন্তর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া
  4. উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে অনুবর্তনীয় আচরণ সম্পাদন
কিভাবে টেট পরীক্ষার এডমিট ডাউনলোড করবেন জানুন
প্রাইমারি টেটের পুরোনো বছরের প্রশ্ন পত্র pdf download করুন download

TET child development and pedagogy question paper with answer

নিচে টেট পরীক্ষার জন্য উল্লেখযোগ্য child development and pedagogy question গুলি আলোচনা করা হল। শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তরগুলির উত্তর bold করে দেওয়া আছে।

সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত সালে

  1. ২০০১
  2. ২০০২
  3. ২০০৬
  4. ২০১২

অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত

  1. প্রাথমিক
  2. মাধ্যমিক
  3. উচ্চ শিক্ষা
  4. বৃত্তিমূলক শিক্ষা

প্রাথমিক শিক্ষক শিক্ষণ ব্যবস্থা কোন প্রতিষ্ঠান দ্বারা সার্বিকভাবে নিয়ন্ত্রিত হয়

  1. NCERT
  2. Wbbpe
  3. D i e t
  4. Ncte

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান ও টেট পরীক্ষার প্রশ্নগুলি প্রাকটিস করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

ডেলোরোস কমিশনের প্রতিবেদনটি হল

  1. Education for all
  2. Learning the treasure within
  3. The world of education today and tomorrow
  4. Learning to be
wb primary tet practice set

MICR এক ধরনের———-ডিভাইস

  1. ইনপুট
  2. আউটপুট
  3. স্ক্যানার
  4. মনিটরিং

টিচিং মেশিন পরিচালনা করে

  1. শিক্ষক
  2. শিক্ষার্থী
  3. বিশেষজ্ঞ ব্যক্তি
  4. শিক্ষা কর্মী

১২.১১ ৭ ১২ ৯ ৮ ১০ ১২ ৯ রাশিমালাটির মোট ফল কত

  1. নয়
  2. ১২
  3. ১১
  4. আট

চিন্তা জগতের কোন বিষয়কে সুস্পষ্ট ভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয়

  1. পরি নমন
  2. আগ্রহ
  3. মনোযোগ
  4. প্রতিফলন
child development and pedagogy question

প্রেষ্নার ক্রমপর্যায়ে তত্ত্বটি কে প্রবর্তন করেন

  1. প্যাভলভ
  2. স্কিনার
  3. ফ্রেদ
  4. মতলু
কোন তত্ত্বটিকে ইলেকট্রিক থিওরি বলা হয়স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব
থারস্টর্নের বন্ধু উপাদান তত্ত্ব
প্যাভ লভের অনবরতন বাদ
থর্নডাইকের সংযোজন বাদ

Child Development and Pedagogy Notes PDF | টেট পরীক্ষার সাজেশন শিশুমনোবিজ্ঞান PDF

নিচে টেট পরীক্ষার সাজেশন শিশুমনোবিজ্ঞান PDF টি (Child Development and Pedagogy Notes PDF ) দেওয়া হলো। এক ক্লিকেই download করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here