WB Primary TET 2022 একদম দোরগোড়ায়। এই সময় বিশদে খুব বেশি না পরে বরং প্রাইমারি টেট প্র্যাকটিস সেটগুলি বেশি করে অভ্যাস করুন , দেখবেন প্রায় ৮০ থেকে ৯০ % কমন পাবেন। এখন কলেজ স্ট্রিট গিয়ে সাজেশন বই খুঁজতে হবে না , আমাদের ওয়েবসাইট-এই সব পেয়ে যাবেন। তাই wb primary tet preparation এই শেষ সময় বেশি দৌড়াদৌড়ি না করে বরং এই TET Child Development and Pedagogy MCQ সেটটি ভালো করে পরে নিন। যদি ফোন এ সেভ করে রাখতে চান তাহলে এই TET Child Development and Pedagogy notes pdf টি এই পেজ এর নিচে দেওয়া আছে PDF Download করে নিতেও পারেন।
এখানে সেট করা শিশু মনস্তত্ত্ব বা শিশু মনোবিজ্ঞান-এর প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞ শিক্ষকরা বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর দেখেই তৈরী করেছেন। এই শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তরগুলি (TET Child Development and Pedagogy) ভালোকরে অভ্যাস করলে আপনি WB Primary TET 2022 পরীক্ষাতে অবশ্যই ভালো ফল করবেন। আসুন প্রশ্ন উত্তরগুলি আলোচনা করি।
TET child development and pedagogy question paper with answer | বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর থেকে তৈরী নতুন প্রশ্ন
আমাদের এই আর্টিকেল এ খুব বিশদে আমরা বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর-গুলি আলোচনা করলাম। আশাকরি পরীক্ষার্থীদের সহায়তা হবে।
সামাজিকীকরণ হলো
- একটি শিখন প্রক্রিয়া
- একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
- পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে
- ওপরের কোনোটি নয়
কোন ধরনের আচরণে বুদ্ধির প্রয়োজন হয় না
- চেষ্টা ও ভ্রান্তি আচরণ
- প্রতিবর্ত প্রতিক্রিয়া আচরণ
- অনুবর্তিত প্রতিক্রিয়াজাত আচরণ
- ওপরের সবকটি
নিচের কোনটি সঠিক নয়
- অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ফিডব্যাক সরবরাহ করে
- অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে
- এসেসমেন্ট গঠনগত ও সমষ্টিগত উভয় মূল্যায়নে ব্যবহৃত হয়
- অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক। প্রেষণা প্রক্রিয়া হল
- চাহিদা তাড়না প্রেষণা সক্রিয়তা লক্ষ্য অর্জন ফিডব্যাক
- চাহিদা প্রেষণা তাড়না সক্রিয়তা লক্ষ্য অর্জন ফিডব্যাক
- চাহিদা তাড়না সক্রিয়তা প্রেষণা লক্ষ্য অর্জন ফিডব্যাক
- চাহিদা তাড়না প্রেষণা ফিডব্যাক লক্ষ্য অর্জন
বিজয় প্রতিটি পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু অজয়ের শিখতে দেরি হয় বিকাশের
যে নীতিটি এক্ষেত্রে সক্রিয় তা হল
- নীরব বিচ্ছিন্নতা
- সাধারণ থেকে নির্দিষ্ট
- ব্যক্তিগত পার্থক্য
- পারস্পরিক সম্পর্ক
কিভাবে টেট পরীক্ষার এডমিট ডাউনলোড করবেন | জানুন |
প্রাইমারি টেটের পুরোনো বছরের প্রশ্ন পত্র pdf download করুন | download |
TET child development and pedagogy question paper with answer । শিশু মনস্তত্ত্ব mock test
নিচে টেট পরীক্ষার জন্য উল্লেখযোগ্য child development and pedagogy question গুলি আলোচনা করা হল। শিশু মনস্তত্ত্ব mock test এর এটি আমাদের 106 নম্বর সেট। শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তরগুলি প্রত্যেকটি অত্যন্ত যত্ন সহকারে পড়ুন।
শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের ওপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তাকে
- জ্ঞানমূলক
- নির্মিতিবাদ
- আচরনবাদ
- মানবতাবাদ
একটি সন্তান কন্যা হবে যদি
- নারীর ওয়াই ক্রোমোজোম পুরুষের ক্রোমোজোমের এক্স এর সঙ্গে মিলিত হয়
- নারীর এক্স ক্রোমোজোম পুরুষের ক্রোমোজোমের এক্স এর সঙ্গে মিলিত হয়
- নারীর ওয়াই ক্রোমোজোম পুরুষের ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়
- কোনোটিই নয়
আরও পড়ুন : কেন্দ্র সরকরি চাকরি , মাসিক ৩০০০০ টাকা বেতন , স্থায়ী – আবেদন করবেন কিভাবে
পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশে কয়টি স্তরের কথা বলেছেন
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ব্যক্তি ভেদে পার্থক্য দেখা যায়
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান ও টেট পরীক্ষার সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি প্রাকটিস করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল
- যোগাযোগ ব্যবস্থা
- ব্যক্তিগত সম্পর্ক
- ভাষা
- বাসস্থানের নৈকট্য
নিচের কোনগুলি সঠিক
- শিখন হল অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন
- যেকোনো কারণেই হোক আচরণের পরিবর্তন হলো শিখন
- শিখন হল জৈবিক পরিণমন হল মনস্তাত্ত্বিক
- শিখন চাহিদা পরিতৃপ্ত করে
নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয়
- নমনীয়তা
- শংসাপত্র প্রদান বাধ্যতামূলক নয়
- ব্যবহার উপযোগী
- কোন পাঠক্রম নেই
বিকাশ শুরু হয়
- শৈশব কাল থেকে
- বাল্য-কালোত্তর স্তর থেকে
- প্রাক বাল্যকাল স্তর থেকে
- প্রাক জন্ম কাল থেকে
মনোবিজ্ঞানের ওপর গবেষণাগার সর্বপ্রথম কে ও কোথায় স্থাপন করেছিলেন
- আর এস উড ওয়ার্ক আমেরিকার মিনাস ওটা বিশ্ববিদ্যালয়
- ডব্লিউ ভন্ড জার্মানির লাইফোজিক শহরে
- উইলিয়াম মেক দুগাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
- উইলিয়াম থনডাইক আমেরিকায়
তোমার মতে নিচের কোন কোনগুলি প্রতিভাবানদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত
- পৃথক বিদ্যালয়
- মেধা ভিত্তিক শ্রেণিকরণ
- সমৃদ্ধ শিক্ষা কর্মসূচি
- ওপরের সবগুলি
Child Development and Pedagogy Notes PDF | বিগত টেট পরীক্ষার শিশু মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর PDF
west bengal primary tet 2022 এ পর্ষদ Child Development and Pedagogy বিষয়ে যথেষ্ট জোর দিয়ে প্রশ্ন করবে বলে আমরা আশা করছি। সেই কারণেই Child Development and Pedagogy Notes PDF টি প্রস্তুত করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। সেটটি download করুন।