আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া । মহিলাদের জন্য 10ম পাস সরকারি চাকরি 2022| asha recruitment in purulia- 10th pass job for women

0
646
asha recruitment 10th pass women job
asha recruitment 10th pass women job

জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীন পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া জেলার তরফ থেকে ৮৪ জন তরুণী নেওয়া হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যদি আপনি একজন মাধ্যমিক পাশ মহিলা হন আপনার উচিত এই আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া -র যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটিতে আবেদন করা।

মাধ্যমিক পাশ মহিলা বা মাধ্যমিক অনুত্তীর্ণ বিবাহিতা , বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদনের যোগ্য।

উচ্চশিক্ষিত মহিলারা মাধ্যমিক পাশ সার্টিফিকেট দেখিয়েও আবেদন করতে পারবেন।

✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগেই পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ এখনই যুক্ত হয়ে যান।

Join Our  Telegram Channel CLICK HERE
Notification updateCLICK HERE
সমস্ত চাকরির খবর ও প্রস্তুতি এক ক্লিকেই

যোগ্যতা : আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া । Eligibility of Asha recruitment | মহিলাদের জন্য 10ম পাস সরকারি চাকরি

আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া-র জন্য যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাশ। বিধবা , বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত মহিলারাও আবেদনের যোগ্য। সে ক্ষেত্রে তাঁকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেখাতে হবে।

প্রার্থীকে ওই গ্রাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।

✅🔥🔥এরকম আরোও বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন

মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবরদেখুন
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর দেখুন
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি দেখুন
সমস্ত লেটেস্ট চাকরির খবর দেখুন
বেসরকারি -সরকারি চাকরির খবর । government job news

এক পলকে দেখে নিন : আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া-র যাবতীয় বিবরণ

মহিলাদের জন্য এই 10ম পাস সরকারি চাকরি যাবতীয় বিবরণ একটি টেবিল এর মাধ্যমে নিচে আপনাদের সুবিধার জন্য দেওয়া হলো।

পদের নাম (Name of the Post)আশাকর্মী
নিয়োগকারী বিভাগ বা সংস্থা (Recruiting Department/ authority)পশ্চিমবঙ্গ সরকার
স্থায়ী / অস্থায়ী (Permanent /temporary)স্থায়ী
সরকারি / বেসরকারি (Government/ Non-government)সরকারি
পুরুষ /মহিলা কে যোগ্য (Male / Female candidate who is eligible)মহিলা
আবেদনকারীর বয়স (Age of eligible candidate)৩০ থেকে ৪০ বছর
যোগ্যতা (Eligibility)মাধ্যমিক পাশ বা ফেল
শূন্য পদ (Number of Vacancy)৮৪ জন
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply)১৮ ই মে
বেতন ক্রম (Salary Level)৫০০০ টাকা
হাতে পাওয়া বেতন (In hand salary)৫০০০ টাকা + অন্যান্য অতিরিক্ত
asha recruitment

বয়স : আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া । Age of Asha recruitment | মহিলাদের জন্য 10ম পাস সরকারি চাকরি:

আবেদনকারী মহিলার বয়স হতে হবে ১.১.২০২২ এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তফসিলিদের বেলায় বয়স হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে

garde 1 ও grade 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য , প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিংক ওয়ার্কারগণ যদি ইনাদের সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র থাকে সেক্ষেত্রে এই আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

শূন্যপদ : আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া । মহিলাদের জন্য 10ম পাস সরকারি চাকরি 2022 এর শূন্যপদ

নিচে কোন ব্লক বা এলাকার জন্য কতগুলি শূন্যপদ আছে তা দেওয়া হলো।

রঘুনাথপুর ১ ব্লকে আট (৮)
রঘুনাথপুর ২ ব্লকে
সন্তুরই ব্লকে
পাড়া ব্লকে ২২
নিতুড়িয়া ব্লকে ১১
কাশিপুর ব্লকে ২৭
asha recruitment

কিভাবে আবেদন করবেন : আশাকর্মী নিয়োগ 2022 পুরুলিয়া । মহিলাদের জন্য 10ম পাস সরকারি চাকরি 2022 এর আবেদনের নিয়ম । How to apply for asha in Purulia

কোন ব্লকে ক ‘টি আসন রয়েছে আপনি ওয়েবসাইট এ পাবেন ,

এই ওয়েবসাইট টি হলো www.purulia.gov.in

এছাড়াও এই তথ্যগুলি আপনি ব্লক অফিস এ গিয়ে খোঁজ নিলে জানতে পারবেন বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও জানতে পারবেন।

এই চাকরির মেমো নম্বর 472/SDO /RNP, Date: 21 /04/ 2022

আবেদনকরবেন সাদা কাগজে

সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমান পত্রের স্ব-প্রত্যয়িত নকল। এর সাথে ২ কপি নিজের পাস পোর্ট সাইজ ফটো.

নিজের নামঠিকানা লেখা ও ৫ টাকার ডাক টিকিট আটা ২৩ X ১০ সে। মি। সাইজও এর একটি খাম।

দরখাস্তপ সরাসরি জমা দেবেন ব্লক অফিস এ ১৮ ই মে-র মধ্যে।

দরখাস্ত রেজিস্ট্রি করা ডাকেও পাঠাতে পারেন।

দরখাস্তের উপরে ঠিকানা লিখবেন :

“Application for engagement as Asha”

Name of subcentre applied for ………………. and name of area (village)…………………

To,

The BDO

Name of the block………..

PO………..

District : Purulia

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here