অগ্নিপথ প্রকল্প নিয়োগ 2022 আবেদন করুন এক ক্লিকেই আর সরাসরি join করুন indian air force এ|আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ ? উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি খুজছেন ? নিজেকে দেশ সেবার কাজে নিয়োজিত করতে চান ? বা ছোটবেলা থেকে বাযুসেনাতে( air force) যোগদান করার প্রবল ইচ্ছে আছে ? তাহলে অগ্নিপথ প্রকল্পের – ভারতীয় বায়ুসেনার (indian air force)অগ্নিবীর বায়ু পদে নিয়োগের (agniveer recruitment) খবরটি আপনার জন্য় খুবই গুরুত্বপূর্ণ |ভারতীয় বায়ুসেনা agniveers agnipath scheme ‘ অগ্নিবীর বায়ু ‘পদে কয়েক হাজার শূন্য পদ পূরনের জন্য আবেদন নিচ্ছে। আগে এই পদের নাম ছিল ‘ এয়ার মেন ‘।’ অগ্নি পথ ‘ স্কিমে এই পদের নাম হল -‘অগ্নিবীরবায়ু’।
✅🔥🔥বিপুল বেসরকারি -সরকারি চাকরির খবর পেতে ক্লিক করুন
মাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
উচ্চমাধ্যমিক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
গ্রাজুয়েট/স্নাতক পাশে সমস্ত লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
ইঞ্জিনীরিং পাশে লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
শিক্ষাবিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
স্বাস্থ্য বিভাগের লেটেস্ট সরকারি চাকরির খবর | দেখুন |
GK, কারেন্ট অ্যাফেয়ার্স ,পরীক্ষা প্রস্তুতি | দেখুন |
সমস্ত লেটেস্ট চাকরির খবর | দেখুন |
অগ্নিপথ প্রকল্প (Agnipath Yojana)এর আওতায় বায়ুসেনায় (Indian Air Force) কিভাবে নিয়োগ করা হবে?agniveers agnipath scheme selection process | ভারতীয় বায়ুসেনার অগ্নিবীরদের (Agniveer Air Force) বেতনই বা কত ? অগ্নিবীর (Agniveer) হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হয় ? Agnipath Scheme Update সংক্রান্ত যাবতীয় তথ্য় নিম্নে বর্ণনা হল –
অগ্নিপথ প্রকল্প ki |what is agneepath scheme meaning in bengali
ভারতীয় তরুন যুবকদের সেনা বাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প(Agneepath Scheme) চালু করেছে। উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্প এর মাধ্যমে ভারতীয় সেনা বাহিনীতে নিয়োগের সেনা বাহিনীকে অগ্নীবির বলা হবে । অগ্নিপথ প্রকল্প সম্পর্কে বিশদে জানতে এখানে ক্লিক করুন।
www.agnipath ayu.cdac.in |অগ্নিপথ প্রকল্প pdf
Agniveers agnipath scheme ‘ অগ্নি পথ ‘ স্কিমের ‘অগ্নিবীরবায়ু’ সম্পর্কে জানতে অগ্নিপথ প্রকল্প pdf টি পড়ুন –
Agniveers agnipath scheme video
Agneepath video এর মাধ্যমে অগ্নিবীরবায়ু Agniveers agnipath scheme সম্পর্কে জানুন –
Agneepath scheme: অগ্নিবীর বায়ু যোগ্যতা |agneepath scheme qualification details :
অগ্নিপথ প্রকল্প (Agniveers agnipath scheme)এর অধীনে অগ্নিবীর বায়ু পদের Agniveers agnipath scheme জন্য শিক্ষাগত যোগ্যতা –
Agniveers agnipath scheme সায়েন্স শাখার জন্য |উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি:
অঙ্ক, ফিজিক্স ও ইংরেজী অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ৫০% নম্বর আর ইংরেজী বিষয়ে অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে ভারতীয় বায়ুসেনার ‘ অগ্নিবীর বায়ু ‘ পদে আবেদন করতে পারেন।
Agnipath Yojana এর MyGov.in অনুসারে পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিকাল ,ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইন্সটুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলেও ভারতীয় বায়ুসেনার ‘ অগ্নিবীর বায়ু ‘ পদে আবেদন করতে পারবেন। তবে তাদের বেলায় মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক/ ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে।
✌️ 🔥 বিঃ দ্রঃ : আপনি যদি সমস্ত চাকরির নোটিশ সবার আগে পেতে চান, প্রতিদিন মকটেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ এখনই যুক্ত হয়ে যান।
Join Our Telegram Channel | CLICK HERE |
Notification update | CLICK HERE |
উল্লেখ্য,agnipath ayu.cdac.in অনুসারে ইংরেজি ও অঙ্ক বিষয় নিয়ে ২ বছরের ভোকেশনাল কোর্স পাশরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলেও Agniveer Recruitment এর জন্য যোগ্য হবেন ।
সুতরাং , উচ্চ মাধ্যমিক পাশের পরেও ছাত্র ছাত্রীরা Agniveers agnipath scheme এর জন্য আবেদন করতে পারেন |
Agniveers agnipath scheme এক নজরে
অগ্নিপথ প্রকল্প নিয়োগ এর পদের নাম (Name of the Post) | বায়ু সেনায় নিয়োগ (indian air force) |
নিয়োগকারী বিভাগ বা সংস্থা (Recruiting Department/ authority) | কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প(Agneepath Scheme) |
অগ্নিপথ প্রকল্প নিয়োগ -স্থায়ী / অস্থায়ী (Permanent /temporary) | অস্থায়ী |
অগ্নিপথ প্রকল্প নিয়োগ –সরকারি / বেসরকারি (Government/ Non-government) | সরকারি |
পুরুষ /মহিলা কে যোগ্য (Male / Female candidate who is eligible) | পুরুষ |
Agneepath scheme আবেদনকারীর বয়স (Age of eligible candidate) | ২৯-১২-১৯৯৯ থেকে ২৯-০৬-২০০৫ |
অগ্নিপথ প্রকল্প নিয়োগ –যোগ্যতা (Eligibility) | উচ্চ মাধ্যমিক পাশ |
অগ্নিপথ প্রকল্প নিয়োগ শূন্য পদ (Number of Vacancy) | কয়েক হাজার শূন্য পদ |
Agneepath scheme আবেদনের শেষ তারিখ (Last Date to Apply) | ২৪ সে জুলাই |
Agneepath scheme বেতন ক্রম (Salary Level) | প্রথম বছর মাইনে পাবেন ৩০ ,০০০ টাকা। এর মধ্যে হাতে পাবেন ২১,০০০ টাকা । বাকি ৯০০০ টাকা ‘ অগ্নি বীর কর পাস ফান্ডে ‘ জমা হবে । সম পরিমাণ টাকা অর্থাৎ ৯০০০ টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ড দেবে । দ্বিতীয় বছর মাইনে পাবেন ৩৩,০০০ টাকা। এর মধ্যে হাতে পাবেন ২৩,১০০ টাকা । বাকি ৯,৯০০ টাকা ‘ অগ্নি বীর কর্পাস ফান্ডে ‘ জমা হবে । তৃতীয় বছর মাইনে পাবেন ৪০,০০০ টাকা । এর মধ্যে হাতে পাবেন ২৮,০০০ টাকা । বাকি ১২,০০০ টাকা অগ্নি বীর কর্পাস ফান্ডে ‘ দেবে। |
অগ্নিপথ প্রকল্প নিয়োগ এর হাতে পাওয়া বেতন (In hand salary) | প্রথম বছর মাইনে পাবেন ৩০ ,০০০ টাকা। দ্বিতীয় বছর মাইনে পাবেন ৩৩,০০০ টাকা। তৃতীয় বছর মাইনে পাবেন ৪০,০০০ টাকা । |
agniveer agneepath scheme apply online অনলাইনে আবেদন করুন | www.indianairforce.nic.in www.agnipath ayu.cdac.in |
Agniveer Recruitment সায়েন্স ছাড়া অন্য শাখার পার্থীদের জন্য |উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি :
যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীরা মোট অন্তত ৫০% নম্বর আর ইংরেজী বিষয়ে অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলেও ভারতীয় বায়ুসেনার ‘ অগ্নিবীর বায়ু ‘ পদে আবেদন যোগ্য।
অগ্নিপথ প্রকল্প qualification : অগ্নিবীর বায়ু বয়স সীমা:
Agniveers agnipath scheme এর জন্য পরীক্ষার্থীদের বয়স সীমা সব ক্ষেত্রেই জন্ম তারিখ হতে হবে ২৯-১২-১৯৯৯ থেকে ২৯-০৬-২০০৫ এর মধ্যে থাকলে তারা ভারতীয় বায়ুসেনার ‘ অগ্নিবীর বায়ু ‘ পদে আবেদন করতে পারবেন |
অগ্নিপথ প্রকল্প height | Agneepath scheme physical eligibility:
‘ অগ্নি পথ ‘ স্কিমের -‘অগ্নিবীরবায়ু’ পদের জন্য আবেদনকারীদের শরীরের মাপ যোগ হতে হবে লম্বায় অন্তত ১৫২.৫ সেমি ।
বুকের ছাতি ৫ সেমি ফলানোর ক্ষমতা থাকা দরকার । ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সাম্জস্যপূর্ণ।
Agnipath Yojana এর MyGov.in অনুসারে সব ক্ষেত্রেই দৃষ্টি শক্তি হতে হবে বায়ু সেনার নিয়মানুযায়ী। ৬ মিটার দূর থেকে ফিস ফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে।
এছাড়া ভালো দাঁতের পাটি ও ত্রুটিহীন সাস্থ্য দরকার। ফিটের অসুখ , সাই কিয়াট্রিক যন্ত্রনা থাকলে আবেদন করবেন না ।
অগ্নিপথ প্রকল্প details -অগ্নিবীর বায়ু চাকরীর মেয়াদ :
অগ্নিপথ প্রকল্প details -অগ্নিবীর বায়ু চাকরীর মেয়াদ :
অগ্নিবীর বায়ু চাকরীর মেয়াদ মোট ৪ বছরের চাকরী ।অগ্নিবীরবায়ু এর চাকরী হবে চুক্তিতে ।
শুরুতে ৬ মাসের ট্রেনিং।
ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন ।
www.agnipath ayu.cdac.in
www.agnipath ayu.cdac.in | Agneepath scheme অগ্নীবির এর বেতন (agniveer agneepath scheme salary)
Agnipath ayu.cdac.in অনুসারে, অগ্নীবির agniveers agnipath scheme এর বেতন –
প্রথম বছর মাইনে পাবেন ৩০ ,০০০ টাকা । এর মধ্যে হাতে পাবেন ২১,০০০ টাকা । বাকি ৯০০০ টাকা ‘ অগ্নি বীর কর পাস ফান্ডে ‘ জমা হবে । সম পরিমাণ টাকা অর্থাৎ ৯০০০ টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ড দেবে ।
দ্বিতীয় বছর মাইনে পাবেন ৩৩,০০০ টাকা । এর মধ্যে হাতে পাবেন ২৩,১০০ টাকা । বাকি ৯,৯০০ টাকা ‘ অগ্নি বীর কর্পাস ফান্ডে ‘ জমা হবে ।
তৃতীয় বছর মাইনে পাবেন ৪০,০০০ টাকা । এর মধ্যে হাতে পাবেন ২৮,০০০ টাকা । বাকি ১২,০০০ টাকা অগ্নি বীর কর্পাস ফান্ডে ‘ দেবে ।
এছাড়াও অগ্নিবিরদের agniveers agnipath scheme নন – কন্ট্রিবিউটরি স্কিমে ৪৮ লাখ টাকার জীবন বীমা করিয়ে দেওয়া হবে । মৃত্যু কালীন দূর্ঘটনা হলে প্রায় ১ কোটি টাকা দেওয়া হবে।
শরীরের ৭৫% ক্ষতি হলে ২৫ লাখ আর ৫০% ক্ষতি হলে ১৫ লাখ টাকা পাবেন। সেই সঙ্গে রিস্ক , হার্ডশিপ, রেশন, পোশাক , ভ্রমণ ভাতা দেওয়া হবে । এছাড়াও বছরে ৩০ দিন ছুটি থাকবে । সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে।
অগ্নীপথ প্রকল্প এর সুবিধা (Agneepath Scheme Benifits)
অগ্নীপথ প্রকল্প (Agneepath Scheme) অনুসারে agniveers agnipath scheme এর মাধ্যমে ৪ বছর চাকরী করার পর ২৫% পার্থীকে পরীক্ষা দিয়ে ১৫ বছরের চাকরীর জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে জুনিয়র কমিশন অফিসার বা অন্য রেঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো বেতনও পাবেন ।
বাকি ৭৫% কর্মীকে ‘অগ্নিবীর স্কিল সার্টিফিকেট ‘ দিয়ে চাকরী থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নি বীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে মোট প্রায় ১১ লাখ ৭১ হাজার টাকা এক কালীন দেওয়া হবে। (প্যাকেজের নাম ‘ সেবা নিধি ‘।
উল্লেখ্য, এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরী পেতে পারেন কিংবা দ্বিতীয় বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন।
উল্লেখ্য, কোনো গ্রেচুইটি ও পেনশন নেই ।
এছাড়াও, বিনা খরচায় থাকা খাওয়া ও চিকিৎসার সুযোগ আছে ।
agniveers agnipath scheme এর পার্থী বাছাই এর জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে, ২৪ সে জুলাই বা তারপর।
সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্ব ভারতীয় ভিত্তিতে পার্থিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এয়ার মেন সিলেকশন সেন্টারে ১ লা ডিসেম্বর। এছাড়াও জেলা শাসকের অফিসে ও ওয়েবসাইটে ভারতীয় বায়ুসেনার ‘ অগ্নিবীর বায়ু ‘ পদে থাকা সফলদের তালিকা পাবেন : www.indianairforce.nic.in
Agniveer recruitment এর প্রশ্নের প্যাটার্ন:
www.agnipath ayu.cdac.in অনুসারে agniveers agnipath scheme (অগ্নীপথ প্রকল্প)এর এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে ।
অগ্নিপথ প্রকল্প application date :
www.agnipath ayu.cdac.in তথ্য় অনুসারে ‘ অগ্নি পথ ‘ স্কিমে অগ্নিপথ প্রকল্প apply online এর লাস্ট ডেট ২৪ সে জুলাই।
অগ্নিপথ প্রকল্প website |Agneepath scheme portal:
অগ্নীপথ প্রকল্প (agniveers agnipath scheme)এর অফিসিয়াল ওয়েব সাইট: https://agnipath ayu.cdac.in