স্নায়ু কোষ: সংজ্ঞা : স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কে বলে স্নায়ু কোষ বা নিউরোন (nerve cell or neuron)- প্রতিটি স্নায়ুকোষ কোষদেহ ও প্রলম্বিত অংশ নিয়ে গঠিত।
স্নায়ু কি । স্নায়ু কোষ কাকে বলে
স্নায়ু কোষ মূলত দুটি অংশ নিয়ে গঠিত
- কোষ দেহ
- প্রলম্বিত অংশ (ডেন্ড্রন ও অ্যাক্সন)
কোশদেহ (Cell or Perikaryon) : কোশদেহকে সোমা (Soma) বলে। এর আকৃতি ত্রিভুজাকার, গোলাকার, তারার মতো বা দুমুখ ছুঁচোলো ইত্যাদি আকারের হয়। কোশদেহের কোশঝিল্লি লাইপোপ্রোটিন দিয়ে গঠিত। কোশঝিল্লি ডেনড্রাইটস ও অ্যাক্সনে সম্প্রসারিত হয়।
স্নায়ুকোশের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। এতে নিজল কণা, মাইটোকনড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, নিউরোফাইব্রিল, অন্তঃকোশ জালক ইত্যাদি। সজীব বস্তুগুলি থাকে । নিসল কণা কোশের সাইটোপ্লাজমে এবং ডেনড্রাইটে থাকে, অ্যাক্সনে থাকে না।
নিউরোফাইব্রিল কোশ থেকে ডেনড্রাইট ও অ্যাক্সনে যায় এবং তাদের প্রান্তসীমা পর্যন্ত বিস্তৃত থাকে। ভ্রূণ অবস্থায় এবং নবজাত শিশুদের স্নায়ুকোশে । সেন্ড্রোজোম দেখা যায়। কোশদেহের কেন্দ্রস্থলে একটি বৃহদাকৃতি গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস দেখা যায়। কেন্দ্রীয় চায়ুতন্ত্রের ধূসর বস্তুর মধ্যে এবং গ্যাংগ্লিয়ার মধ্যে কোশদেহ থাকে।
প্রলম্বিত অংশ (Processes) : কোশদেহ থেকে যে শাখাপ্রশাখা বের হয়, তাদের প্রলম্বিত অংশ (স্নায়ুতন্তু) বলে । অতএব স্নায়ুতন্তু দু রকমের হয়,
যেমন—ড্রেনড্রাইটস এবং অ্যাক্সন।
(i) ডেনড্রাইটস (Dendrites)—ডেনড্রাইটস সাধারণত নিউরোনে ছোটো ছোটো শাখা-প্রশাখাযুক্ত অন্তর্বাহী শাখা। গলগি বড়ি ছাড়া কোশদেহের সকল অঙ্গাণু (organelles) ডেনড্রাইটে রয়েছে। কাজ—ডেনড্রাইটস বহিঃপরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোশদেহের মধ্যে পাঠায়।
(ii) অ্যাক্সন (Axon)—অ্যাক্সন লম্বা তন্তু, সংখ্যায় একটি এবং স্নায়ুকোশের বহির্বাহী শাখা গঠন করে। কাজ—অ্যাক্সন উদ্দীপনাকে কোশদেহ থেকে দূরে নিয়ে যায়।
স্নায়ু কাকে বলে । স্নায়ু কি । Nerves
সংজ্ঞা : স্নায়ু হল বহু সংখ্যক স্নায়ুকোষ ও রক্তবাহ দ্বারা গঠিত উদ্দীপনা বহনকারী সূক্ষ্ম তন্তুর মতো দেখতে একপ্রকার কলা , যা প্রাণীদেহে উদ্দীপনা বহন ও বিভিন্ন অঙ্গ -প্রত্যঙ্গের মধ্যে সংযোগ স্থাপনে বিশেষ ভাবে সহায়তা করে।
স্নায়ুতন্তুগুচ্ছ বা স্নায়ু কিছু সংখ্যক স্নায়ুতন্তু, রক্তবাহ এবং সংযোজক (যোগ) কলা নিয়ে গঠিত হয়। সংযোজক কলা তিন প্রকারের আবরণ গঠন করে। স্নায়ুতন্তুর প্রতিটি গুচ্ছকে ফিউনিকুলাস(Funiculus) বলে ।
এর মধ্যে অবস্থিত তন্তুগুলিকে ঘিরে যে পাতলা যোগকলার আবরণ থাকে তাকে এন্ডোনিউরিয়াম (Endoneurium) বলে। কিন্তু প্রতিটি গুচ্ছতে যে সংযোজক কলার আবরণ থাকে তাকে পেরিনিউরিয়াম (Perineuri:ım) বলে।
সমগ্র স্নায়ুকে যে দৃঢ় সংযোজক কলা ঢেকে রাখে তাকে এপিনিউরিয়াম (Epineurium) বলে ।